রাজধানীর সাত কলেজ নিয়ে জটিলতা যেন কাটছেই না। শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অধিভুক্তি বাতিল করে এই সাত কলেজ নিয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে সব কলেজ প্রতিনিধিসহ
সাত কলেজের রানিং শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপরেখায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের এ ন্যায্য দাবি অগ্রাহ্য করা হলে নতুন করে বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন তারা।
শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছে। প্রকাশিত খসড়ার ওপর অংশীজনের মতামতের আহ্বান করা হয়েছে।